গুয়াহাটি, ২৩ অক্টোবর (হি.স.) : দুদিনের সফরসূচি নিয়ে অসম এবং অরুণাচল প্রদেশে আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য সফরকালে অরুণাচল প্রদেশের তাওয়াঙে অবস্থানরত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং অসমের তেজপুরে সেনা বাহিনীর সঙ্গে মিলিত হবেন প্রতিরক্ষামন্ত্রী।
তাঁর এক্স হ্যান্ডলে রাজনাথ সিং এ খবর জানিয়ে লিখেছেন, ‘আজ, ২৩ অক্টোবর আমি অসম এবং অরুণাচল প্রদেশে দু-দিনের সফরসূচি নিয়ে তেজপুরে পৌঁছব (অসম)। আমার সফরকালে আমি এই অঞ্চলে মোতায়েন সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় ছাড়াও ফরোয়ার্ড রিজওনগুলি পরিদর্শন করব।’ তিনি লিখেছেন, ‘তাওয়াঙে (অরুণাচল প্রদেেশ) অবস্থানরত সেনাদের সাথে দশেরা উদযাপন করব আমি।’
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে অসমের বালিপাড়া-চারদুয়ার-তাওয়াং (অরুণাচল প্রদেশ) মোটরওয়েতে নেচিফু টানেলের উদ্বোধন করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ।

