দুর্গাপুর, ১৪ অক্টোবর (হি.স.) : দুর্গাপুজোর আগে অবৈধভাবে আতসবাজি মজুতের অভিযোগে এক দোকানদারকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাত্রে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর নিউটাউনসিপ থানার বিওজিএল কারখানা সংলগ্ন বস্তি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বিশ্বনাথ দেবনাথ। বিওজিএল কারখানা সংলগ্ন কলোনীর বাসিন্দা। জানা গেছে, ওই কলোনী বস্তি এলাকায় প্রায় শ”দুয়েক ঘরবাড়ি রয়েছে। ঘনজনবসতিপূর্ণ এলাকা। যেকোন ধরনের অগ্নিকান্ড ঘটলে মুহুর্তে ভস্মীভুত হয়ে যাবে গোটা বস্তি। অভিযোগ, কড়া নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বিশ্বনাথ দেবনাথ তার বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ আতশবাজি মজুত করেছিলেন। সেখান থেকে আতশবাজি বিক্রি করতেন বলে অভিযোগ।
প্রসঙ্গত, বায়ু দূষণের দরুন, সম্প্রতি আতসবাজি পোড়ানোর ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত্রে দুর্গাপুর নিউটাউনশিপ থানার পুলিশ অভিযান চালায়। সেখানে বিশ্বনাথবাবুর বাড়ি থেকে প্রচুর নিষিদ্ধ আতসবাজি বাজেয়াপ্ত করে। জানা গেছে ৩৫ রকমের নিষিদ্ধ রঙিন আতসবাজি ও শব্দবাজি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

