নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.) : আজ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হচ্ছে। শনিবার তামিলনাড়ুর নাগাপট্টিনম এবং শ্রীলঙ্কার কাঙ্কেসান্তুরাইয়ের মধ্যে ফেরি সার্ভিসের সূচনা উপলক্ষে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, এটি আমাদের সম্পর্ক জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে ভারত ও শ্রীলঙ্কার সংস্কৃতি, বাণিজ্য ও সভ্যতার ইতিহাসের আদান-প্রদান শুরু হল। প্রসঙ্গত, শনিবার সকালে কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন এবং জলপথ ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তামিলনাড়ুর নাগাপট্টিনাম এবং শ্রীলঙ্কার কাঙ্কেসান্তুরাইয়ের মধ্যে ফেরি পরিষেবার ফ্ল্যাগ অফ করেছেন৷
2023-10-14