ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। ত্রিপুরার মেয়েরা আগামীকাল খেলতে নামবে বেঙ্গল-এর বিরুদ্ধে। খেলা ইন্দোরে, হোলকার স্টেডিয়ামে । ৮ ও ১০ অক্টোবর পর পর দুই রাউন্ডের খেলায় দু-দলের পারফরম্যান্স বিচার-বিশ্লেষণে অনেকটা সম পর্যায়ের দল মনে হলেও কোন দল কাউকে হালকা ভাবে নিতে চাইছে না। উল্লেখ্য, রবিবারে বাংলা তাদের প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের কাছে ৪ উইকেটে পরাজিত হলেও মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ৫২ রানে দুর্দান্ত জয় পেয়েছে ছত্তিশগড়কে হারিয়ে। ত্রিপুরাও প্রথম ম্যাচে হরিয়ানার কাছে ৯ উইকেটে পরাজয় স্বীকার করলেও মঙ্গলবারে দ্বিতীয় ম্যাচে নাগাল্যান্ডকে ৬০ রানের ব্যবধানে পরাজিত করে বাংলার সঙ্গে পয়েন্ট তালিকায় সমপর্যায়ে রয়েছে। বলাবাহুল্য, বাংলা দলের ক্রিকেটারদের ব্যাটিং সাইট তুলনামূলক প্রকট মনে হচ্ছে। কেননা, প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৫০ ওভারে আট উইকেটে ১৮৫ রান এবং দ্বিতীয় ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে ৪৩.৫ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছিল। ত্রিপুরাদের ক্রিকেটের রা প্রথম ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে ৬৩ রানে ইনিংস গুটিয়ে নেয়। তবে দ্বিতীয় ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে ৪৭.৪ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছিল। আগামীকাল মাঠে কোন দল কেমন খেলে তাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, আগামীকাল গ্রুপের অপর দুই খেলায় ছত্রিশগড় খেলবে উত্তরাখান্ডের বিরুদ্ধে এবং হরিয়ানায় খেলবে নাগাল্যান্ডের বিরুদ্ধে। হরিয়ানা আপাতত টানা দুই ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।
2023-10-11