তেল আভিভ, ১১ অক্টোবর (হি.স.): জঙ্গি সংগঠন হামাসের কাছ থেকে গাজা ভূখণ্ড পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করল ইজরায়েল। ইজরায়েল দাবি করেছে, গাজা ভূখণ্ড হামাসের কাছ থেকে পুনরুদ্ধার করা হয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আমরা সম্পূর্ণ আক্রমণাত্মকভাবে অগ্রসর হচ্ছি। গাজা আগে যেমনটা ছিল সেই অবস্থায় আর ফিরে যাবে না।”
এদিকে, হামাস-ইজরায়েল যুদ্ধের পঞ্চম দিনেও অবরুদ্ধ রয়েছে গাজা। ধোঁয়ায় ঢেকে রয়েছে গাজার আকাশ। অন্যদিকে হামাসের হামলা এবং ইজরায়েলের প্রত্যাঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৩০০০-এরও বেশি হয়েছে বলে জানা গিয়েছে। এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।