১২-১৩ অক্টোবর উত্তরাখণ্ডে সফর প্রধানমন্ত্রীর, দু’দিনের সফরে রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২-১৩ অক্টোবর দেবভূমি উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন। দু’দিনের এই সফরে উত্তরাখণ্ডে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। উত্তরাখণ্ডের জালিংকংয়ের পার্বতী কুন্ড পরিদর্শন করবেন তিনি, স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন এবং জলিংকং-এ স্থানীয় শিল্পের একটি প্রদর্শনী পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রী মোদী আলমোড়ার জাগেশ্বর ধাম মন্দিরেও যাবেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী পিথোরাগড় পরিদর্শন করবেন এবং একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *