চেন্নাই, ৮ অক্টোবর(হি.স.): শনিবার আফগানিস্তানের ভূমিকম্পে প্রায় দুই হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সেইসব মানুষের পাশে দাঁড়ালেন সেই দেশের ক্রিকেটার লেগ স্পিনার রশিদ খান। এইজন্য তিনি চলমান বিশ্বকাপ থেকে পাওয়া ম্যাচ ফির সব অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করার ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ তিনি লিখেছেন, ‘আফগানিস্তানের পশ্চিম প্রদেশে ভূমিকম্পের করুণ পরিণতি কথা জেনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ক্ষতিগ্রস্থ লোকদের সাহায্যে বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করবো। শীঘ্রই সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আমরা তহবিল গঠন করবো।’
উল্লেখ্য, গত দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প এটি।

