হামিরপুর, ৮ অক্টোবর (হি.স.): দরিদ্রদের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ মোদী সরকার। বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে বিরোধীদের আইএনডিআই জোটের তীব্র নিন্দা করেছেন তিনি। রবিবার হিমাচল প্রদেশের হামিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “নিজেদের দুর্নীতিগ্রস্ত মুখ লুকানোর জায়গা নেই বিরোধীদের, তাই তাঁরা ইউপিএ-র নাম পরিবর্তন করে আইএনডিআই জোট করেছে।”
কংগ্রেস সাংসদ রাহুলকে আক্রমণ করে অনুরাগ বলেন, “রাহুল গান্ধী ওবিসি সম্প্রদায়ের প্রতি যে ধরনের শব্দ ব্যবহার করেছেন তা দেশের সামনে রয়েছে… এ জন্য তিনি নিজের লোকসভার সাংসদ পদ হারিয়েছিলেন, তারা কী করবে? যখন তারা প্রশাসনে ব্যর্থ হয়েছে, তারা জাতপাতের কথা বলছে… মোদী সরকার দরিদ্রদের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”