নয়াদিল্লি, ২ অক্টোবর (হি স)। নয়াদিল্লিতে রাজঘাট ও বিজয়ঘাটে মহাত্মা গান্ধী ও লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলে সোমবার শ্রদ্ধা জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এক্স হ্যাণ্ডেলে সেই ছবি-সহ জাতির জনককে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি লিখেছেন, “তাঁর চিন্তাভাবনাগুলি নিছকই স্তুতি ছিল না, তার স্থায়ী অনুশীলনের ফলাফল ছিল সেটা। যে দর্শনটি জীবনের অংশ নয়, তা ছিল তাঁর মতে, “ধুলার মতো শুকনো”। তাঁর ক্ষেত্রে চিন্তা, কথা ও কাজ ছিল একটি মাত্র অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ভাষাতেই গান্ধী জয়ন্তীতে জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়েছেন।

