বীরভূম, ২ অক্টোবর (হি স)। নিরাপত্তারক্ষীরা কাজ করবেন হাসপাতালের অপারেশন থিয়েটারে। নজিরবিহীন এই সিদ্ধান্তে শোরগোল দেখা দিয়েছে বীরভূম সিউড়ি জেলা হাসপাতালে। নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে সোমবার সুপারকে হেনস্থার অভিযোগ উঠেছে।
অভিযোগ, নিরাপত্তারক্ষীদের দিয়ে অপারেশন থিয়েটারের কাজ করাবেন হাসপাতালের সুপার। নিরাপত্তারক্ষীরা কাজ করতে না চাইলে নিরাপত্তারক্ষীদের সুপার ভাইজারকে হেনস্থার অভিযোগ উঠেছে হাসপাতাল সুপারের বিরুদ্ধ। ঘটনাকে কেন্দ্র করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা দেখা দেয়।
নিরাপত্তারক্ষীদের দাবি, অপারেশন থিয়েটারে চিকিৎসকের সহযোগিতা করার জন্য পাঁচ জন সহকারীর প্রয়োজন। সেই জন্য হাসপাতালের পাঁচজন নিরাপত্তারক্ষীকে সেই কাজের দায়িত্ব দিতে চান সুপার নীলাঞ্জন মণ্ডল এমনই অভিযোগ। কিন্তু সেই কাজ করতে রাজি না হওয়ায় শুরু হয় অশান্তি।
নিরাপত্তারক্ষীদের অভিযোগ, উল্লেখিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য সোমবার সকালে হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করতে যান কিছু নিরাপত্তারক্ষী ও তাঁদের সুপার ভাইজার। সেই সময়ও সুপার ভাইজারকে হাসপাতাল সুপার নিজের রুমে আটকানোর চেষ্টা করেন বলে অভিযোগ। কিন্তু বাকি নিরাপত্তারক্ষীরা তাঁকে বের করে আনেন এবং কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। যদিও ঘটনার প্রেক্ষিতে সিউড়ি থানায় এখনও কোন লিখিত অভিযোগ হয় নি।
যদিও সুপারের দাবি, ওয়ার্ড বয়দের ওটিতে কাজে লাগানো হবে। সেই শূন্যস্থান পূরণে কাজে লাগানো হবে নিরাপত্তারক্ষীদের।

