দাদা সাহেব ফালকে সম্মান পেলেন কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমান, ঘোষণা অনুরাগ ঠাকুরের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমান ২০২৩ সালে দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন, মঙ্গলবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। গাইড, পিয়াসা, কাগজ কে ফুল এবং খামোশি-র মতো সিনেমায় কাজ করেছেন ওয়াহিদাজি। এক্স-এ (আগের টুইটার) একটি পোস্টে, অনুরাগ ঠাকুর লিখেছেন, ‘ব্যাপক আনন্দ ও গর্ব হচ্ছে এটা ঘোষণা করতে পেরে যে ওয়াহিদা রহমানজির হাতে দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে, ভারতীয় সিনেমার প্রতি ওঁর অসাধারণ কৃতিত্বের জন্য। ’

‘হিন্দি সিনেমায় তাঁর কাজ সমালোচকদের দ্বারা বিশেষভাবে প্রশংসিত হয়েছে, যেমন পেয়াসা, কাগজ কা ফুল, সাহেব বিবি অর গোলাম, গাইড, খামোশি অন্যতম। পাঁচ দশকেরও বেশি সময়ব্যপী কেরিয়ারে রেশমা ও শেরা সিনেমার জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। ওয়াহিদাজি পেয়েছেন পদ্মশ্রী আর পদ্মভূষণ সম্মানও। তিনি একজন ভারতীয় নারী শক্তির প্রকৃষ্ট উদাহরণ যিনি, কঠোর পরিশ্রমের সঙ্গে নাম করেছেন পেশাদার দুনিয়াতেও।’, আরও লেখেন অনুরাগ ঠাকুর।

১৯৩৬ সালের ১৪ মে ভারতের তামিলনাড়ু রাজ্যে জন্মগ্রহণ করেন ওয়াহিদা। ১৯৫৬ সালে ‘সিআইডি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হিন্দি সিনেমার জগতে প্রবেশ করেন। ১৯৫৭ সালে ‘পেয়সা’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করে পান জনপ্রিয়তা। এরপর ষাট, সত্তর ও আশির দশকে তিনি ছিলেন হিন্দি সিনেমার খ্যাতমান অভিনেত্রী। তিনি সত্যজিৎ রায়ের অভিযান ছবিতেও অভিনয় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *