রবিবার ধর্মনগরের  উদ্বোধন হল দুই দিনব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানের

আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। রবিবার দুপুর ১২ টায় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উদ্বোধন হলো ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুই দিনব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চের। উত্তর জেলাভিত্তিক এই কিশোরী উৎকর্ষ মঞ্চের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাছাড়া বিশেষ অতীতের মধ্যে উপস্থিত হন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুরো পরিষদের ভাইস চেয়ারপার্সন মঞ্জু নাথ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক সনৎ কুমার নাথ, কনভেনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রবীন্দ্র মালাকার। উত্তর জেলার মোট ৫২ টি বিদ্যালয় আটটি ব্লক থাকলেও পাঁচটি ব্লকে বিভক্ত করে ১৫৪ জন প্রতিযোগিনীকে তুলে এনে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃক্ষের জলদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত কিশোরীদের উদ্দেশ্যে বলেন কুসংস্কার মুক্ত হতে। কিশোরীদের কুসংস্কার থেকে মুক্ত করতে অভিভাবকদের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং তাদেরকে কুসংস্কার মুক্ত চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে উপদেশ দেন। বর্তমানে ভারতবর্ষ শিক্ষা, সংস্কৃতি, শিল্প, বৈজ্ঞানিক চিন্তাধারা, মহাকাশ গবেষণা, চিকিৎসা বিজ্ঞান,অর্থনৈতিক দিক দিয়ে যেভাবে এগিয়ে চলেছে তার সাথে পায়ে পা মিলিয়ে রাজ্যের যুবক যুবতীদের এগিয়ে যেতে পরামর্শ দেন। উত্তর পূর্বাঞ্চলে মধ্যে রাজনীতি আর আন্দোলনের পিঠস্থান একদিনের ত্রিপুরা অথচ অন্যান্য বিষয়ের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা অনেক পিছিয়ে। ২০১৮ সালের পর এই রাজ্য থেকে একসাথে তিনজন আইএএস অফিসার হয়েছেন। অথচ আসাম মনিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম এই রাজ্যগুলি থেকে আইএএস এবং আইপিএস অফিসার প্রতি বছর আসছে। আমাদের রাজ্যের মানুষের চিন্তাধারা মনোবৃত্তি সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। এখন সেই ধ্বংসস্তূপ থেকে মানুষকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা সংস্কৃতি শরীর চর্চা অর্থাৎ শারীরিক দক্ষতার প্রতি মনোযোগী হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের আহ্বান জানান বিশ্ব বন্ধু সেন।

তিনি আরো বলেন, কিশোরীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা করে দিচ্ছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সুবিধা গুলিকে কাজে লাগিয়ে যাতে কিশোরীরা এগিয়ে যায় তাদের প্রতি এই আহ্বান রাখেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। কৃষ্টির সংস্কৃতি রক্ষায়  সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *