লাল বাহাদুর ব্যামাগার: ২
ত্রিবেণী সংঘ: ১
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।। জয়ে ফিরেছে লাল বাহাদুর ব্যায়ামাগার। তাও ত্রিবেণী সংঘকে হারিয়ে। এ জয়ের সুবাদে লাল বাহাদুর একদিকে যেমন সুপারফোরে খেলার প্রত্যাশা জিইয়ে রেখেছে। অপরদিকে ত্রিবেণী সংঘ এবারের মত মূল পর্বের দৌড় থেকে পুরোপুরি ছিটকে গেছে। লাল বাহাদুর ব্যায়ামাগার প্রথম দুটি ম্যাচে টানা জয়ের পর তৃতীয় ম্যাচে এগিয়ে চলো সংঘের সঙ্গে ন্যূনতম গোলে হার তাদের কিছুটা পিছিয়ে দিলেও পরবর্তী ম্যাচের রামকৃষ্ণের সঙ্গে দুই-দুই গোলের ড্র ফের মূল পর্বের দিকে এগিয়ে আসছিল। আজ দুই-এক গোলে ত্রিবেণীকে হারিয়ে সুপার ফোর-এর রাস্তা আরও কিছুটা প্রশস্ত করে নিয়েছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের ২৭ তম ম্যাচে আজ, মঙ্গলবার লাল বাহাদুর ব্যামাগার ২-১ গোলের ব্যবধানে ত্রিবেণী সংঘ কে পরাজিত করেছে। খেলার ১১ মিনিটের মাথায় ত্রিবেনী সংঘের এফ.বি.এস একটি গোল করে দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়। কিন্তু দীর্ঘক্ষন এই লিড ধরে রাখতে পারেনি। ৩৬ মিনিটের মাথায় লাল বাহাদুর ব্যায়ামাগারের প্রীতম সরকার গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। ৭ মিনিট বাদে শ্যাম কুমার আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে দুই-এক হয়। দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও কোন দলের কেউ আর গোল করতে সক্ষম হয়নি। শেষ পর্যন্ত লাল বাহাদুর ব্যায়ামাগার ্ দুই-একে জয়ী হয়ে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এদিকে উত্তেজনার পাশাপাশি খেলোয়ারদের মধ্যে অসদাচরণ এমনকি হাতাহাতি পর্যন্ত কিছুতেই যেন মাঠ ছাড়ছে না। লাল বাহাদুরের জন জমাতিয়া এবং ত্রিবেণী সংঘের লাল ভাউলি সিরু কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়ার পাশাপাশি দু দলের আরো চারজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, অরিন্দম মজুমদার, পল্লব চক্রবর্তী ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা বীরেন্দ্র ক্লাব ও জুয়েলস এসোসিয়েশন বিকেল তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।