দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের শান্তি পাড়া এলাকায় রাতের আধারে দুষ্কৃতি তাণ্ডব

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: কল্যাণপুর থানাধীন এলাকাতে অতি সম্প্রতি বেশ কয়েকটা কৃষি খেতে দুষ্কৃতিকারীদের তাণ্ডব লীলা সংগঠিত হয়েছে । ইতিমধ্যে ৭ থেকে ৮ জন কৃষক একপ্রকার সর্বশ্রান্ত হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবেই কোন ঘটনার কুলকিনারা করতে পারেনি পুলিশ।

এবার বিশ্বকর্মা পূজার ঠিক আগের দিন কল্যাণপুর থানার অন্তর্গত দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের শান্তি পাড়া এলাকাতে বিকাশ সরকার নামের জনৈক কৃষকের প্রায় এক কানি লথ ছই এর জমিতে রাতের আধারে দুষ্কৃতি তাণ্ডব সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে গোটা খেত এই তাণ্ডব লীলার সাক্ষ্য বহন করছে। যেই কৃষি জমির ফসলকে ভিত্তি করে পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে আগামী দিনে চলার স্বপ্ন দেখেছিলেন কৃষক বিকাশ, যে জমির ফসল বিক্রি করে প্রায় লক্ষাধিক টাকার ঋণ শোধ করার বাসনা ছিল আজ যাবতীয় আসা-আকাঙ্ক্ষা শেষ হয়ে গেছে, বারবার রুদ্ধ হয়ে যাওয়া কন্ঠে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করছিলেন আমার এই কৃষি ক্ষেত নষ্ট না করে আমার মাথায় যদি দুটা বাড়ি দিয়ে দিতো তাহলে বোধহয় ভালো হত।

এদিকে ঘটনার বিষয়ে স্থানীয় মানুষের অভিযোগ হচ্ছে সংশ্লিষ্ট শান্তি পাড়া এলাকায় বিগত বেশ কিছুদিন ধরেই ড্রাগস সহ বিভিন্ন প্রকারের অবৈধ নেশার রমরমা চলছে,পাশাপাশি আরও একটা বিষয় চাঞ্চল্যজনকভাবে উঠে আসছে বিষয়টা হচ্ছে এরকম এই নেশার বিরুদ্ধে যে কয়েকজন প্রতিবাদী হয়েছিলেন তাদেরই সাত আট জনের কৃষিজমির ফসল ইতিমধ্যে নষ্ট করে দেওয়া হয়েছে, অনেকের দাবি হচ্ছে হয়তোবা এর পেছনে নেশার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে দিনের পর দিন এভাবে কৃষকদের জমিতে দুষ্কৃতী তাণ্ডব সংঘটিত হলেও প্রশাসন বা পুলিশ প্রশাসন এর কোন কুলকিলারা করতে পারছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *