রাঁচি, ১৯ সেপ্টেম্বর (হি.স) : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মঙ্গলবার শ্রী গণেশ চতুর্থী উপলক্ষে ঝাড়খণ্ডবাসীসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানান, ‘আমি প্রার্থনা করছি ভগবান শ্রী গণেশ সকল বাধা-বিপত্তি কাটিয়ে তুলুক, সকলকে সুস্থ জীবন, সুখ, শান্তি এবং সমৃদ্ধি দান করুক।’ “বক্রতুন্ড মহাকায়া সূর্যকোটি সম্প্রভা,দেব সর্বকার্যেষু সর্বদা নিরবচ্ছিন্ন কুরুতে। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া”-এই মন্ত্রও তিনি তাঁর শুভেচ্ছাবার্তায় লিখে সকলকে গণেশ চতুর্থীর অভিনন্দন জানান।

