পানীয় জলের সংকটে দিশেহারা গোমতী জেলার হদ্রা গ্রাম পঞ্চায়েতের বহু পরিবার

আগরতলা , ১৯ সেপ্টেম্বর : পানীয় জলের সংকটে দিশেহারা গোমতী জেলার হদ্রা গ্রাম পঞ্চায়েতের বহু পরিবার। পানীয় জলের সংকট দূর করতে দীর্ঘ বছরের পর বছর ধরে স্থানীয় জনগণ প্রশাসন ও নেতা মন্ত্রী বিধায়কদের কাছে দাবী জানিয়েও ব্যর্থ হয়েছেন। দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে উদয়পুর মহকুমায় হদ্রা পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দারা পানীয় জলের সমস্যায় ভুগছে। এই ওয়ার্ডে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস।

এই পরিবার গুলি বিশুদ্ধ পানীয়জল থেকে বঞ্চিত। ফলে এই এলাকার বাসিন্দাদের খেতে হচ্ছে নদীর জল। এতে করে প্রায় সময় এলাকার লোকজন জলবাহিত রোগে আক্রান্ত হয়। এলাকায় বাসিন্দারা বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ইতিপূর্বে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় জল সম্পদ দপ্তরের আধিকারিকদের নিকট বহুবার আবেদন জানিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

এলাকার এক মহিলা জানান তিন বছর পূর্বে এলাকার পানীয় জল সরবরাহ করার জন্য পাম্প মেসিন বসানোর জন্য কাজ শুরু করা হলেও ঠিকেদারের তালবাহানার কারনে এলাকাবাসিরা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। সরকার থেকে জলের পাইপ বসানো হলেও, এই পাইপ দিয়ে জল সরবরাহ করা হয় না। এলাকাবাসীদের দাবি অতিসত্বর এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *