আগামী ১৯ শে সেপ্টেম্বর  মুখ্যমন্ত্রীর বিলোনিয়া সফরের মধ্যে দিয়েই সূচনা হবে  সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর অভিযান

বিলোনিয়া, ১৬ই সেপ্টেম্বর:-   আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৩ রা অক্টোবর পর্যন্ত মুখ্যমন্ত্রী সুস্থ্য শৈশব সুস্থ কৈশোর এর পঞ্চম রাউন্ড শুরু হবে তিনটি পর্যায়ে এর কাজ হবে,। এই কর্মসুচির সফল বাস্তবায়নের জন্য দক্ষিণ জেলা স্বাস্থ্য দপ্তর প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে  আগামী ১৯ শে সেপ্টেম্বর রাজ্যের মুখ্য মন্ত্রীর বিলোনিয়া সফরের মধ্যে দিয়েই শুরু হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর অভিযানের রাজ্য ভিত্তিক সূচনা। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে এই কর্মসূচীর সূচনা করবেন বেলা বারোটায়,মূলত স্বাস্থ্য দফতর, শিক্ষা দফতর ও সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষা দফতর এই তিনটি দফতর মিলে যৌথ ভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এছাড়াও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত দাস বলেন বিশেষ করে মা ও শিশু এবং কিশোর  কিশোরীদের এই অভিযানের অঙ্গ হিসেবে ১৩ টি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ,কৃমি নাশক ঔষুধ, আয়রন টেবলেট, সিরাপ, ভিটামিন এ, পোষণ অভিযান, টিটেনাস টিকা, হাম রুবেলা ইত্যাদি  টিকা প্রদান করা হবে।

 ব্লক এলাকার বিভিন্ন  আশা কর্মীদের মাধ্যমে নবজাতক ও ছোট শিশুদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পর্যবেক্ষন, নিউমোনিয়া রোগ, লক্ষণ পর্যবেক্ষন ও সচেতনতা, ডায়রিয়া বা পাতলা পায়খানা কন্ট্রোল, বিষয়েও সচেতন করা হবে ,ব্লক এলাকায় নলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র,ঋষ্যমুখ সামাজিক স্বাস্থ্যকেন্দ্র, মতাই স্বাস্থ্য কেন্দ্র এবং রতনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা এই কর্মসূচিকে সফল করে তোলার লক্ষ্যে যথেষ্ট তৎপর, এক কথায় দক্ষিণ জেলার প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের কর্মী ও আশা কর্মী সকলেই এই অনুষ্ঠানটি সফল রূপ দেওয়ার জন্য অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে , মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত দাস আরো জানান প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সভা করা হবে এই মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর এই কর্মসূচি কে সফল করার জন্য তারাও যেন এগিয়ে আসে , তিনটি পর্যায়ে হল প্রথম ১৯ থেকে ২৪ শে সেপ্টেম্বর  দ্বিতীয় পর্যায়ে হল ২৫ থেকে ২৮ শে সেপ্টেম্বর এবং তৃতীয় পর্যায় হল  ২৯শে সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত, এর মধ্যে ইট ভাট্টার শ্রমিকদের পরিবারের শিশুদের এবং চা বাগানের কর্মরত শ্রমিকের পরিবারের শিশুদের মধ্যেও এই পরিষেবা প্রদান করা হবে পর্যায়ক্রমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *