ফুটবলারদের মাঠে রেখেই পালিয়ে গেলেন কোচ লামা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।।স্বস্তির নিঃশ্বাস ফেললো টাউন ক্লাব অবশেষে। অবনমন রোখার লড়াইয়ে শেষ পর্যন্ত সক্ষম হলো টাউন ক্লাব। রোমাঞ্চকর ম্যাচে রূপকের দল ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো ত্রিবেণীকে। গোলটি করলো অভিজ্ঞ ফুটবলার প্রণব। দলের পারফরম্যান্সে খুশি কোচ সহ ক্লাবের কর্মকর্তারা। কোচ রূপক মজুমদার বললেন, দিনের ম্যাচে মাঠে যে পারফরমেন্স করলো ফুটবলাররা, তা এককথায় দারুন। বিশেষ করে গোলরক্ষকের প্রশংসা করতে ও ভুলে যাননি তিনি। নিশ্চিত দুটো গোল সেভ করলো সে। আরো দুটো ম্যাচ রয়েছে দলের। তাতে ও দল ভালো খেলবে বলেই আশাবাদী তিনি। তবে ম্যাচ শেষে মাঠে দেখা গেল এক নিদারুণ দৃশ্য। অসহায়ভাবে ত্রিবেণীর ফুটবলাররা মাঠে বসে আছে। কোচ রাজু লামা এবং ম্যানেজারের পাত্তা নেই। মুখ লুকিয়ে ফেললেন নাকি পালিয়ে গেলেন কোচ ও ম্যানেজার, তা নিয়েই উঠলো অবিরাম প্রশ্ন। এই ভাবে ফুটবলারদের মাঠে রেখে পালিয়ে যাওয়ার কি মানে থাকতে পারে তা হয়তো একমাত্র রাজু লামাই ভালো বলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *