পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন, নতুন বিশ্ববিদ্যালয়, কর্মচারী বিষয়ক সহ ২৩টি বিল পাস অসম বিধানসভায়

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : আজ অসম বিধানসভার চুতুর্থ দিনের শরৎকালীন অধিবেশনে পাস হয়েছে ২৩টি নতুন ও সংশোধনী বিল।

বিলগুলি যথাক্রমে রাজস্ব ও দুৰ্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিভাগের ‘রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্ৰ্যান্সপারেন্সি ইন ল্যান্ড ইকুইজিশন, রিহেবিলিট্যাশন অ্যান্ড রিসেটেলমেন্ট (আসাম অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৩’। পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন ইত্যাদি বিভাগের ‘দ্য আসাম পঞ্চায়েত (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৩’।

এছাড়া শিক্ষা বিভাগের মোট ১৪টি বিল অনুমোদনের জন্য পেশ করা হয়েছিল। সেগুলিও আজ পাস হয়ে গেছে। বিলগুলি যথাক্রমে ‘নগাঁও বিশ্ববিদ্যালয় বিল-২০২৩’, শিলচরের ‘গুরুচরণ বিশ্ববিদ্যালয় বিল-২০২৩’, ‘বঙাইগাঁও বিশ্ববিদ্যালয় বিল-২০২৩’, ‘জগন্নাথ বরুয়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৩’, ‘উত্তর লখিমপুর বিশ্ববিদ্যালয় বিল-২০২৩’, বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল-২০২৩’, ‘অসম বিজ্ঞান ও প্ৰযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল-২০২৩’, ‘অসম মহিলা বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল-২০২৩’, ‘কটন বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল-২০২৩’, ‘শিবসাগর বিশ্ববিদ্যালয় বিল-২০২৩’, ‘গৌহাটি বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল-২০২৩’, ‘মাধবদেব বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল-২০২৩’, ‘কুমার ভাস্কর বৰ্মা সংস্কৃত অ্যান্ড অ্যানশিয়েন্ট স্টাডিজ (সংশোধনী) বিল-২০২৩’ এবং ‘দ্য আসাম রিপিলিং বিল-২০২৩’।

মুখ্যমন্ত্ৰী, কৰ্মচারী ইত্যাদি বিভাগের ‘দ্য মবিলিটি অব এমপ্লয়িজ অব স্টেট গভর্নমেন্ট অ্যান্ড আদার এস্টাব্লিশমেন্ট (ফর অপ্টিমাম ইউটিলাইজেশন অব অ্যাভেইলেবল মেনপাওয়ার ফর এফিশিয়েন্সি) বিল ২০২৩’।

অর্থ বিভাগের ‘দ্য আসাম মাইক্ৰো ফিনান্স ইনস্টিটিউশন (রেগুলেশন অব মানি লন্ডারিং) (সংশোধনী) বিল-২০২৩’, অসম সামগ্ৰী ও সেবে কর (সংশোধনী) বিল-২০২৩’।

গৃহ নিৰ্মাণ ও নগর পরিক্ৰমা ইত্যাদি বিভাগের ‘দ্য গুয়াহাটি মেট্ৰোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (সংশোধনী) বিল-২০২৩’, ‘দ্য আসাম পাবলিক সেফটি (মেজারস) এনফোর্সমেন্ট (সংশোধনী) বিল-২০২৩’।

পরিবহণ বিভাগের ‘অসম মটর যানবাহন কর (সংশোধনী) বিল-২০২৩’।

শ্ৰম ও কল্যাণ বিভাগের ‘দ্য আসাম গ্ৰেচুইটি (সংশোধনী) বিল-২০২৩’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *