আগরতলা, ১৪ সেপ্টেম্বর: স্টাইপেন্ড প্রদানের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছেন জনজাতি ছাত্র-ছাত্রীরা। এদিন জনজাতি ছাত্র-ছাত্রীদের নেতৃত্বে রয়েছে এনএসইউআই-র প্রদেশ সভাপতি সম্রাট রায়। অতিসত্বর ছাত্রীদের স্টাইপেন্ড প্রদান করা না হলে দপ্তরের আধিকারিকদের তালাবন্দি করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন ছাত্রনেতা।
এদিন ছাত্রনেতা সম্রাট রায় বলেন, দীর্ঘ দিন ধরে জনজাতি ছাত্র ছাত্রীরা স্টাইপেন্ড পাচ্ছেন না। এই স্টাইপেন্ড ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই স্টাইপেন্ডের টাকায় দিয়ে ছাত্র ছাত্রীরা পড়াশোনা খরচ বহন করে থাকেন। সব জনজাতি ছাত্র ছাত্রীরা স্টাইপেন্ডের টাকা দিয়ে বহি:রাজ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তাদের এখন স্টাইপেন্ড না পাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে।