চেন্নাই, ১১ সেপ্টেম্বর (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর। রবিবার গভীর রাত ১.২৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় বঙ্গোপসাগরে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ৪.৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরতায়। ৯.৭৫ অক্ষাংশ ও ৮৪.১২ দ্রাঘিমাংশ।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ৫৫৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, শ্রীলঙ্কার কলম্বো থেকে ৫৬৩ কিলোমিটার উত্তর-পূর্বে, তামিলনাড়ুর ভেলোর থেকে ৬৪৭ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

