আগরতলা, ১০ সেপ্টেম্বর।। ভারতীয় জনতা পার্টির ৯ বনমালীপুর মণ্ডলের ২০ নং বুথ কমিটির আয়োজনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন রক্তদানের আয়জকদের ভূয়সী প্রশংসা করেছেন উপস্থিত অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, রক্তদান মহৎ দান, এধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, ৯ বনমালীপুর কেন্দ্রের উন্নয়নে প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেক কাজ করেছেন। তবে কিছু জিনিস বাকি রয়েছে। সেই বিষয়ে মেয়র যেন একদিন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করেন সেই আবেদন করেন। মেয়র জানান অতিসত্ত্বর তিনি বনমালীপুর এলাকা পরিদর্শনে যাবেন। এবং যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
2023-09-10