ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। জয়পুর যাচ্ছে ত্রিপুরা দল। প্রস্তুতি ক্যাম্প এবং প্র্যাকটিস ম্যাচ খেলতে। বিসিসিআই আয়োজিত আসন্ন সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্ট ২০২০-২৪ এর জন্য ত্রিপুরা দলের প্রস্তুতি এখন তুঙ্গে। ইতোমধ্যে প্রাথমিক বাছাইয়ের পর ২৮ সদস্য বিশিষ্ট সম্ভাব্য রাজ্য দল গঠন করা হয়েছে। প্রস্তুতি ক্যাম্প এবং প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে ২৮ সদস্য বিশিষ্ট সম্ভাব্য রাজ্য দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন। সিনিয়র পুরুষ বিভাগে সম্ভাব্য রাজ্য দলটি হল: বিক্রম কুমার দাস, রজত দে, শংকর পাল, অজয় সরকার, অভিজিৎ সরকার, অর্কপ্রভ সিনহা, বিক্রম দেবনাথ, কৌশল আচার্য, নিরুপম সেন, নিরুপম সেন চৌধুরী, বাবুল দে, পল্লব দাস, অমিত আলী, সঞ্জয় মজুমদার, চিরঞ্জিত পাল, ভিকি সাহা, শুভম ঘোষ, উদিয়ান বোস, অরিন্দম বর্মন, জয়দীপ দেব, দানবীর সিং, পারভেজ সুলতা, রিতায়ন দে, শাহরুখ হোসেন, লক্ষণ পাল, ঋদ্ধিমান সাহা, সুদীপ চ্যাটার্জী ও মনি শংকর মুরাসিং। উল্লেখ্য শেষ তিনজন অর্থাৎ ঋদ্ধিমান, সুদীপ ও মনি শংকর তাদের সুবিধা অনুযায়ী শিবিরে যোগদানের ব্যবস্থা রাখা হয়েছে। সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন কোচ বিনীত সাক্সেনা ও বিনীত জৈন। অ্যাসিস্ট্যান্ট কোচ কিশোর মুহুরী ও ইন্দ্রজিৎ ঘোষ, ফিজিও রবীন্দ্র কুমার, ট্রেইনার পূর্ণেন্দু জানা, থ্রোয়ার জয়ন্ত দেবনাথ। বাছাইকৃত প্রত্যেককে আগামী ১১ সেপ্টেম্বর সকাল ছয়টায় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সদর কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।
2023-09-07