ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। রাজ্য দল রওনা হচ্ছে আগামীকাল। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। রাজ্য দলের পরিসর ছোট হলেও রাজ্য সংস্থার পক্ষ থেকে সাফল্য প্রত্যাশা করা হচ্ছে। আগামী ৮ এবং ৯ সেপ্টেম্বর নিউ কোচবিহারের পন্ডিচেরিতে হবে ক্লাসিক মিস্টার ইন্ডিয়া বডি বিল্ডিং প্রতিযোগিতা। এতে রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনজন দেহসৌষ্ঠবের অধিকারী শ্রীকান্ত দাস, সায়ন দে এবং তৃষাণ দেব। কোচ হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন রাজীব সাহা। এছাড়া, এই আসরে আইবিবিএফ জাজ হিসেবে দায়িত্ব সামলাতে দলের সঙ্গে যাচ্ছেন অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের সচিব বাদল সাহা। রাজ্য দলের প্রতিযোগীরা মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতার নির্বাচনী শিবিরেও অংশগ্রহণ করবেন। আগামীকাল-ই রাজ্য দল শহর ত্যাগ করবেন। রাজ্য সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
2023-09-05