লীগ ফুটবলে ফরোয়ার্ডকে রুখে পয়েন্ট ছিনিয়ে নিল ত্রিবেনী সংঘ

ফরোয়ার্ড ক্লাব: ০

ত্রিবেনী সংঘ: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। ফরওয়ার্ড ক্লাবকে রুখে দিয়েছে ত্রিবেণী সংঘ। এবারকার প্রথম ডিভিশন লীগ ফুটবলে প্রথমবারের মতো দর্শকরা গোলশূন্য অমীমাংসিত ম্যাচ প্রত্যক্ষ করলো আজ। ৯০ মিনিটের খেলায় দু-দলের খেলোয়াড়রা একাধিকবার গোলমুখী আক্রমণে উঠে আসলেও কার্যত তিন কাঠিতে জালে বল জড়ানোর কাজটি কেউ করতে পারেনি। আখেরে গোলশূন্য অবস্থায় অমীমাংসিতভাবে ম্যাচটি নিষ্পত্তি হয়েছে। ড্র-এর সুবাদে দু-দল এক-এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। কার্যত ফরোয়ার্ড ক্লাব পয়েন্ট তালিকার শিখরে উঠে এসেছে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় এবং একটিতে ড্র-এর সুবাদে ৭ পয়েন্ট পেয়ে। ত্রিবেণী সংঘও চার ম্যাচের শেষে দুটিতে জয় ও একটিতে ড্র-এর সুবাদে পয়েন্ট সাত হলেও গোল ব্যবধানের নিরিখে তারা এই মুহূর্তে ফরওয়ার্ডের ঠিক এক ধাপ পেছনে রয়েছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্টের ১৪ তম খেলায় ত্রিবেনী সংঘ ও ফরোয়ার্ড ক্লাবের ম্যাচটি গোলশূন্য অবস্থায় ড্র-তে নিষ্পত্তি হয়েছে। এমনকি দুই অর্ধের পুরো ৯০ মিনিটের খেলায় অসদাচরনের দায়ে রেফারি কাউকে হলুদ কার্ড দেখানোর প্রয়োজন মনে করেননি। ম্যাচটিকে ঘিরে দর্শকরা বলাবলি করছেন “কার্ড লেস, গোল লেস ম্যাচ” হিসেবে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেব নাথ, আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ দাস ও পল্লব চক্রবর্তী। দিনের খেলা: রামকৃষ্ণ ক্লাব বনাম টাউন ক্লাব। বিকেল সাড়ে তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *