আগরতলা, ১ সেপ্টেম্বর : ঋণের টাকা সঠিক সময়ে পরিশোধ না করায় ব্যাঙ্ক কতৃপক্ষ শান্তির বাজার মহকুমার অন্তর্গত লাউগাং এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকারের ঘর সহ জায়গা সিল করে দিয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়,শান্তির বাজার মহকুমার অন্তর্গত লাউগাং এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরাকারের নামে নগদা এলাকায় একটি জায়গা দেখিয়ে শান্তির বাজার পাঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন তার ভাই রাজীব সরকার। বর্তমানে জায়গাটি রাজীব সরকারের নামে রয়েছে।পরবর্তী সময় দীর্ঘ প্রায় ৮ বছর যাবৎ কোনো প্রকারের কিস্তি প্রদান না করায় বর্তমানে বকেয়া টাকা বেড়ে দাড়িয়েছে প্রায় ২০ লক্ষ টাকা। ঋণ পরিশোধ করার জন্য ব্যাঙ্ক থেকে একাধিকবার জানানোর পর ঋণ প্রদান করেননি। ফলে আজ ব্যাঙ্ক কতৃপক্ষ শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ের ডি সি এম পবিত্র দাস,শান্তির বাজার থানার আরক্ষা দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে নগদা এলাকার জায়গা বাজেয়াপ্ত করেছেন। দক্ষিন জেলার জেলা শাসকের আদেশ মূলে পরিবারের বসবাসকারী লোকজনদের ঘর থেকে বের করে ঘরের আসবাবপত্র বের করে ঘরে তালাবন্দি করে সীল করে দেওয়া হয়েছে।

