রাখী বন্ধন উৎসবে অংশ নেন রাজীব ভট্টাচার্য্য

আগরতলা, ৩১ আগস্ট: সৌভ্রাতৃত্বের প্রতীক রাখী বন্ধন উৎসব উপলক্ষে আজ প্রদেশ কার্য্যালয়ে মহিলা মোর্চার বোনেদের থেকে রাখী গ্রহণ করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

রাজীব ভট্টাচার্য্য এদিন  রাখী বন্ধন উৎসব রাজ্যের সকল বোনেদের সুস্হতা ও তাদের জীবনে সুখ-স্বাচ্ছন্দ বয়ে আসার কামনা করেছেন।