বাজারিছড়া (অসম), ২৯ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়ার নেতাজিপল্লি কালীবাড়ি ট্রাস্টের আট বছর পূর্তি উপলক্ষ্যে এবার নতুন আঙ্গিকে দুর্গাপূজা পালনের প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে ইতিমধ্যে গঠিত হয়েছে একটি মজবুত কমিটি।
ট্রাস্টের সভাপতি অজয় সূত্রধর এবং সম্পাদক জন্মজিৎ দাস জানান, আসন্ন দুর্গাপূজা ও কালী পূজা পরিচালনার জন্য একটি মজবুত নতুন কমিটি গঠন করা হয়েছে। মিহির দাসকে সভাপতি, ধীরেন্দ্র দাসকে উপ-সভাপতি, পরিতোষ দেবকে সম্পাদক, রাজু পাল ও সত্যম পালকে যুগ্ম সম্পাদক করে কানাইলাল রবিদাসকে কোষাধ্যক্ষ, দীপ্তু দেবকে সহ-কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে।
তাছাড়া দীপঙ্কর দেব, অরণ্য সূত্রধর, দেবাশিস চক্রবর্তী, রিমন পোদ্দার, সুভাষ রায়, রাজ পাল, বিশাল পাল, কাজল সূত্রধর, লিপ্টু পাল, মনোজ দাস, জয়দীপ দাস, দেবাশিস পাল, সুদীপ পাল, পঙ্কজ দাস, চয়ন দাস, বিকাশ নাথ, জ্যোতিষ দাস ও সুজিত পালকে সদস্য মনোনীত করে দুর্গাপূজা ও কালী পূজো পরিচালন কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
তাঁরা জানান, কমিটি গঠন উপলক্ষ্যে রবিবার আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন অখিল চক্রবর্তী, সন্দীপ কর পুরকায়স্হ, হিরা সূত্রধর, রাণা সূত্রধর, শেখর পাল প্রমুখ। দুর্গাপূজায় সকলের উপস্হিতি ও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন কমিটির সভাপতি মিহির দাস ও সম্পাদক পরিতোষ দেব।

