কলকাতা, ২৮ আগস্ট (হি স)। যাদবপুরে ছাত্রের রহস্যমৃত্যু ও রাজ্যপালের এক্তিয়ার নিয়ে আগে একাধিকবার মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারও এই দুই বিষয় নিয়ে বেশ কড়া মন্তব্য করলেন মেয়ো রোডের সভায়। তাঁর আক্রমণের মূল তির বিজেপি-র দিকে।
মমতা সোমবার জানিয়েছেন, ছাত্র-ভোটে যাতে বহিরাগতরা কিছু করতে না পারে সেটাও পুলিশকে দেখতে হবে। পাশাপাশি, যাদবপুরকাণ্ডের পর বিজেপির মিছিলে যা ঘটেছে তা নিয়েও গেরুয়া শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘‘ওখানে গিয়ে বলছে ‘গোলি মারো’। দেখি তো কত বড় সাহস। আয় দেখি গোলি মার। আমি পুলিশকে বলেছি, যারা এই গোলি মারো স্লোগান দিয়েছে, তাদের সবক’টাকে গ্রেফতার করতে হবে।’’
সোমবারের সভা থেকে ফের এক বার বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ করেন মমতা। তৃণমূল নেত্রী বলেন, ‘‘বিজেপি, সিপিএম, কংগ্রেস এখানে এক হয়ে কা-কা-কা-কা করে ডাকছে। এরা কেউ কুহু ডাকতে পারে না।’’
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের সমাবেশে এদিন যাদবপুর প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যপাল সংবিধান লঙ্ঘন করছেন। নিজের বন্ধুকে ভিসি করে বসিয়ে দিচ্ছেন। বিজেপির লোককে যাদবপুরে বসিয়ে দিয়েছে।
যাদবপুরকাণ্ড নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যেই গত শনিবার বিশ্ববিদ্যালয়ের নতুন অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। রাজভবনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। নতুন উপাচার্যের ‘শিক্ষাগত যোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক এবং পড়ুয়াদের একাংশ। বুদ্ধদেবের রাজনৈতিক পরিচয় নিয়েও কাটাছেঁড়া শুরু হয়েছে বিভিন্ন মহলে।
সেসবের মধ্যেই এবার বুদ্ধদেববাবুকে উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিয়ে নাম না করে রাজ্যপালকে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডের জনসভায় ড়াজ্যপালকে উদ্দেশ করে মমতা বলেন, ”এখন তো মাথার ওপর একটা ছাতা দাড়িয়ে গেছে। আমি তাঁর চেয়ারকে সম্মান করি। কিন্তু ব্যক্তি হিসেবে তিনি যে কার্যকলাপ করছেন। তা আমি সমর্থন করি না। তিনি সংবিধান লঙ্ঘন করছেন। সব জায়গায় বিশ্ববিদ্যালয়গুলিতে দেখুন টালমাটাল অবস্থা। নিজের বন্ধুকে এনে বসিয়ে দিয়েছে উপাচার্য করে। আইপিএস, কোনওদিন ট্রেনিংই নেয়নি। ১০ বছর অধ্যাপনা করতে হয় ভিসি হতে গেলে। তাঁকে এসে বসিয়ে দিয়েছে উপাচার্যের চেয়ারে। যাদবপুরে বিজেপি সেলের প্রেসিডেন্টকে বসিয়ে দিয়েছে ভিসি করে। এটা কি মগের মুলুক নাকি।”
রাজ্যেপালের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ”আপনার এক্তিয়ারে আমরা যাচ্ছি না। দয়া করে আমাদের এক্তিয়ারে আসবার চেষ্টা করবেন না। মনে রাখবেন আপনি আর চিফ মিনিস্টার এক নন, আপনি নমিনেটেড, আর আমরা ইলেক্টেড। পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না। আর দাঙ্গাকে কমিউনাল করার চেষ্টা করবেন না।”

