আগরতলা , ২৫ আগস্ট :সারা দেশেই স্বাবলম্বী ভারত অভিযান চলছে। তার অঙ্গ হিসেবে শুক্রবার রাজ্যে স্বদেশী জাগরণ মঞ্চ ,অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয় মিলিতভাবে একটি সচেতনতা মিছিল সংঘটিত করে। মিছিলটি আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে নজরুল কলাক্ষেত্রে গিয়ে এক সভায় মিলিত হয়েছে।
স্বদেশী জাগরণ মঞ্চের উত্তর-পূর্ব ভারতের সংগঠক দীপক শর্মা বলেন, এ মিছিলেরএকমাত্র উদ্দেশ্য হল যুবকদের স্বাবলম্বী হওয়ার বার্তা দেওয়া। পড়ার সঙ্গে সঙ্গে ছাত্র-ছাত্রীরা যেন স্বরোজগারী হওয়ার চেষ্টা করে।এতে রাজ্যের বিকাশ সংঘটিত হবে।