নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): ভারতের চন্দ্রযান-৩ মিশনের সাফল্য কামনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেছেন, চন্দ্রযান-৩ মিশনের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে ভারত। একইসঙ্গে বলেছেন, আমরা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি।
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বুধবার বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে চাঁদে ভারতের পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে ইতিহাস তৈরি হবে। গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে এই মুহূর্তের জন্য। বিগত ৯ বছরের বিজ্ঞানী ও সরকারের প্রচেষ্টা আজ পূরণ হবে। আমরা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। এর মাধ্যমে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে।”