বকেয়া বেতনের দাবিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভে অস্থায়ী কর্মীরা

শিলিগুড়ি, ২১ আগস্ট (হি. স.) : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩৪ জন অস্থায়ী কর্মী এখনও জুলাই মাসের বেতন পাননি। তাই বকেয়া বেতনের দাবিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভে শামিল হলেন অস্থায়ী কর্মীরা। সোমবার মেডিকেলের সুপার স্পেশালিটি ব্লকের সামনে ধর্নায় বসেন তাঁরা।

জানা গিয়েছে, দুটি এজেন্সির মাধ্যমে মেডিকেলে অস্থায়ী কর্মী নিযুক্ত করা হয়। কিন্তু এজেন্সিগুলির মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ। যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছতার সঙ্গে প্রত্যেক কর্মীর বেতন সহ সমস্ত বিষয়গুলির তালিকা প্রকাশ করা হবে এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিন সকাল ৮টা থেকে সুপার স্পেশালিটি ব্লকের সামনে মেইন গেট অবরুদ্ধ করে এই কর্মসূচি চলছে। এর জেরে চিকিৎসা করাতে এসে সমস্যায় পড়ছেন রোগী ও তাঁদের আত্মীয় পরিজনরা।

আন্দোলনকারীদের দাবি, তাঁরা একটি গেট অবরুদ্ধ করে এই কর্মসূচি করছেন। বাকি গেট খোলা রয়েছে। যে এজেন্সির মাধ্যমে এই কর্মীদের নিযুক্ত করা হয়েছে সেই এজেন্সির কর্তারা এসে বোঝানোর চেষ্টা করছেন। বিক্ষোভ এখনও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *