আজ নিগমের ১৬ নং ওয়ার্ডের আমার মাটি আমার দেশ কর্মসূচি পালন করা হয়েছে

আগরতলা, ৯ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ৯ আগস্ট থেকে ৩০ আগস্ট পযর্ন্ত সারা দেশ ব্যাপী আমার মাটি আমার দেশ কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি সরকার ।এরই অঙ্গ হিসেবে আজ আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ড অফিসে আয়োজিত অনুষ্ঠানে অমৃত কলসে বাটিকার মাটি সংগ্রহ করেন মেয়র তথা ১৬ নং ওয়ার্ডের কর্পোরেটর দীপক মজুমদার।পরবর্তীতে বৃক্ষরোপণ করেন তিনি।

এদিন মেয়র দীপক মজুমদার বলেন, দেশের সকল পঞ্চায়েত থেকে মাটি নিয়ে অমৃত বাটিকা বানানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নিগমের প্রতিটি ওয়ার্ড থেকে মাটি সংগ্রহ করে নিয়ে যাওয়া হবে আগরতলা পুর নিগমে তারপর সেই মাটি যাবে দিল্লিতে।