জোড়া ভূমিকম্প অনুভূত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, কম্পাঙ্ক যথাক্রমে ৫.০ ও ৪.৮

পোর্টব্লেয়ার, ২ আগস্ট (হি.স.): দু’ঘন্টার ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বুধবার সকাল ৫.৪০ মিনিট নাগাদ প্রথমে ৫.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এরপর সকাল ৬.৩৭ মিনিট নাগাদ ৪.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। উভয় ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরতায়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, বুধবার সকাল ৫.৪০ মিনিট নাগাদ প্রথমে ৫.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এরপর সকাল ৬.৩৭ মিনিট নাগাদ ৪.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। দুই ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে, জোরালো তীব্রতার ভূমিকম্পের জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপূঞ্জে আতঙ্ক তৈরি হয়।