দিনহাটা, ২৬ জুলাই (হি.স.) : কোচবিহারের দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গর্ভডাঙা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ধজেন্দ্রনাথ বর্মন। তিনি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতেরই পূর্ব সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা। ওই ব্যক্তি ইলেকট্রিকের কাজ করতেন। এদিন গর্ভডাঙা এলাকায় কাজে যান তিনি। সেখানে কোনওভাবে ইলেকট্রিকের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত করছে সাহেবগঞ্জ থানার পুলিশ।

