নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ চাকরি দেওয়ার নাম করে এক যুবকের কাছ থেকে টাকা আদায়! ঘটনা বিশালগড় থানার নবীনগর এলাকায়৷ থানায় অভিযোগ দায়ের৷ ঘটনার বিবরণে জানা যায় বেশ কিছু দিন আগে বিশালগড় নবীনগর এলাকার এক যুবককে চাকরি দেওয়ার নাম করে ১০ হাজার টাকা আদায় করে বিশালগড়ের ২ নং গৌতমনগর এলাকার মনোজিত দেব নামে এক যুবক৷ শনিবার বিকালে নবী নগর এলাকার বাসিন্দা টিটন মিয়া বিশালগড় থানায় এসে অভিযুক্ত মনোজিত দেবের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে৷ এখন দেখার পুলিশ এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে৷