শিশু কন্যা ধর্ষণ : দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ডেপুটেশন বিশ্ব হিন্দু পরিষদের

আগরতলা, ২২ জুলাই (হি.স.) : শিশু কন্যাকে ধর্ষনের প্রতিবাদে বিশ্বহিন্দু পরিষদের এক প্রতিনিধি দল আজ খোয়াই জেলা শাসক এবং খোয়াই মহিলা থানায় ডেপুটেশনে মিলিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক।

সংগঠনের জনৈক নেতা জানিয়েছেন, গত ২০ জুলাই বিকেলে খোয়াই থানাধীন বনকর এলাকায় নয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে উঠে দুই নাবালকের বিরুদ্ধে। পরবর্তী সময়ে পরিবারের পক্ষ থেকে দুই নাবালকের বিরুদ্ধে খোয়াই মহিলা থানার মামলা দায়ের করা হয়েছিল। ওই দিন রাতেই পুলিশ অষ্টম শ্রেণীর পড়ুয়া ১৪ বছরের দুই নাবালককে আটক করেছে।

তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত দুই নাবালকের মধ্যে একজন সংখ্যালঘু এবং অন্যজন হিন্দু সম্প্রদায়ের ছিল। এই বিষয়টি সামনে আসতেই গোটা জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাই শনিবার সকালে খোয়াই কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই জেলা কমিটির উদ্যোগে কয়েক শতাধিক যুবক মিছিল করে গোটা শহর পরিক্রমা করেছে। সংগঠনের এক প্রতিনিধি দল জেলা শাসক ও মহিলা থানায় ডেপুটেশনে মিলিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, দোষীদের কঠোর শাস্তির প্রদান করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *