পিঙ্কি হত্যা : শোকাহত পরিবারের বাড়িতে বিডিএফ-এর প্রতিনিধি দল সরকারের কাছে মৃতার পরিবারকে ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবি প্রদীপের

শিলচর (অসম), ২১ জুলাই (হি.স.) : রাঙিরখাড়ির বাসিন্দা বছর কুড়ির পিংকি রায়ের অস্বাভাবিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে শুক্রবার তার বাড়িতে মৃতার পরিবারের সাথে দেখা করেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর সদস্যরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম পিংকির শোচনীয় পরিনতির পরিপ্রেক্ষিতে সরকারের কাছে মৃতার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার আর্জি জানান তাঁরা।

এদিন পরিবার বর্গের সাথে আলাপ আলোচনার পর সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে এটা অত্যন্ত নিন্দনীয় যে এই অবস্থায় পরিবারের সদস্যদের একটি অভিযোগনামা লিখে দেবার জন্য অর্থ চাওয়া হয়েছে। তিনি বলেন যে অসমের মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে যে প্রতি থানার দারোগাদের এফ আই আর লেখার ব্যাবস্থা রাখতে হবে যাতে সবাই তাদের অভিযোগ যথা সময়ে প্রশাসনকে জানাতে পারেন। কিন্তু এক্ষেত্রে তাদের থানা থেকে জনৈক ব্যাক্তির কাছে পাঠানো হয়েছে যাকে অভিযোগনামা লেখানোর বিনিময়ে গরীব এই পরিবারের সদস্যদের টাকা দিতে হয়েছে। এছাড়া মৃতদেহ সনাক্তকরণের ব্যাপারে পুলিশ তাদের সাহায্য করেনি, উল্টে একা পরিবারের সদস্যদের ধোয়ারবন্দ পাঠিয়েছে। এমনকি ধোয়ারবন্দ থানায়ও এই ব্যাপারে যথাযথ সহযোগিতা করা হয়নি। প্রদীপ বাবু বলেন যে এই যদি পুলিশ প্রশাসনের অবস্থা হয় তবে আগামীতে এমনি আরো ঘটনা ঘটবে। তাই তিনি অবিলম্বে জেলার পুলিশ সুপারকে এই ব্যাপারে যথাযথ তদন্ত ও উভয় থানার ভারপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার আবেদন জানিয়েছেন।

প্রদীপ বাবু এদিন বলেন যে মৃতার পরিবারবর্গকে তাঁরা শুধু সান্ত্বনাই জানাতে পারেন, আর কিছু করার নেই। তবে যেহেতু পিংকি এই পরিবারের অন্যতম উপার্জনক্ষম সদস্য ছিল তাই সরকার তথা স্থানীয় সাংসদ ও বিধায়ককে তাঁরা পিংকির পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা অনুদান দেবার আবেদন জানাচ্ছেন। এছাড়া পিংকির মাধ্যমিক উত্তীর্ণ ভাইকেও তাঁরা সরকারি চাকরি দেবার দাবি জানান। সবশেষে পিংকির বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন বিডিএফ সদস্যরা।

বিডিএফ এর পক্ষ থেকে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হৃষীকেশ দে,কল্পার্ণব গুপ্ত, জয়দীপ ভট্টাচার্য প্রমুখ।

বিডিএফ এর পক্ষ দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *