ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই।।রাজ্যে ফিরলো দাবাড়ু আরাধ্যা দাস। উজবেকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় খেলে। আসরে সাফল্য পেলো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু আরাধ্যা দাস। বালিকাদের অনূর্ধ্ব-৯ বিভাগের ক্লাসিক্যাল ইভেন্টে ৯ রাউন্ডে সাড়ে ৫ পয়েন্ট পেয়ে অষ্টম স্থান দখল করে আরাধ্যা। অনুজ কুমার এবং অঞ্জু দাসের একমাত্র মেয়ে আরাধ্যা আসরে ৫ টি ম্যাচে জয়, ১ টি ম্যাচে পয়েন্ট ভাগ এবং ৩ টি ম্যাচে হেরে যায়। এর আগে র্যাপিড দাবায় দখল করেচিলো পঞ্চম স্থান। এছাড়া ব্লিটজ দাবায় ৭ রাউন্ডে ৫ পয়েন্ট পেয়ে সপ্তম স্থান দখল করে। ভালো ফলাফল করলেও খুশি নয় খুদে প্রতিভাটি। রাজ্য ফিরে এক সাক্ষাৎকারে বলে,”আরও ভালো ফলাফলের আশা করেছিলাম। আগামীদিনে আবারও ওই আসরে খেলার সুযোগ পেলে আরও ভালো ফলাফল করবোই”।
প্রসঙ্গত: আসরে মোট ৩১ জন দাবাড়ু অংশ নিয়েছিলো। এ