নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): কুস্তিগিরদের যৌন নিগ্রহ মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে গেলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন কর্তা ব্রিজভূষণ শরণ সিং। ব্রিজভূষণের পাশাপাশি জামিন পেয়েছেন বিনোদ তোমারও। মঙ্গলবার দু’জনকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে দিল্লির এই আদালত।
কুস্তিগিরদের যৌন নিগ্রহ মামলায় ব্রিজভূষণ ও বিনোদ তোমারকে মঙ্গলবার ডেকে পাঠিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সেই মতো এদিন দু’জনেই আদালতে হাজিরা দেন। আদালতে তাঁরা জামিনের আবেদন জানান। বিচারপতি তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছেন। উভয়ের নিয়মিত জামিনের শুনানি হবে আগামী ২০ জুলাই। শুনানির পরবর্তী তারিখ পর্যন্ত তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে।