আগরতলা, ১৮ জুলাই (হি.স) : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও কর্মীর বিরুদ্ধে ৭ লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ তুলেছেন সোনামুড়া রাঙামাটির বাসিন্দা মঞ্জু বিবি। ব্যাংক কর্তৃপক্ষ ওই অভিযোগ খারিজ করেছেন।
মঞ্জু বিবির অভিযোগ, ২০১৯ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সোনামুড়া শাখায় তাঁর স্বামীর অ্যাকাউন্টে একসাথে ৭ লক্ষ টাকা জমা দিয়েছিলেন তিনি। তৎকালীন সময়ে আলপু মিয়া নামে এক ব্যাঙ্কের কর্মী তথা মঞ্জু বিবির প্রতিবেশীর হাতে ৭ লক্ষ টাকা জমা দিয়েছিলেন। আলুপ মিয়া বলেছিলেন, তাঁর দেওয়া সাত লক্ষ টাকা ব্যাঙ্কে ৮ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করা হয়েছে।
তাঁর আরও অভিযোগ, তৎকালীন ব্যাঙ্ক ম্যানেজারও নাকি ওই ঘটনার সাক্ষী ছিলেন। আজ সকালে তিনি ব্যাঙ্কে গিয়েছিলেন টাকার খোঁজ নিতে। কিন্তু ব্যাঙ্কের তরফ থেকে তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তাঁর স্বামীর অ্যাকাউন্টে কোনো টাকা নেই।
এবিষয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে জিজ্ঞাসা করা হলে তিনি মহিলাকে জানিয়ে দিয়েছেন মঞ্জু বিবির স্বামীর অ্যাকাউন্টে কোনদিন ৭ লাখ টাকা জমা দেওয়া হয়নি। পাশাপাশি অভিযুক্ত ব্যাঙ্ক কর্মী আলপু মিয়া টাকা নেওয়ার বিষয়টিও অস্বীকার করেছেন।
অন্যদিকে বর্তমান ব্যাঙ্ক ম্যানেজারের জানিয়েছেন, মঞ্জু বিবির সাত লক্ষ টাকার জমা দেওয়া কোনো ধরণের তথ্য ব্যাঙ্কের কাছে নেই।