রঘুনাথগঞ্জে বাগান থেকে জারভর্তি বোমা উদ্ধার

মুর্শিদাবাদ, ১৭ জুলাই (হি.স.) : মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের লালখানদিয়ার মধ্যপাড়া থেকে উদ্ধার হল প্রায় ২০টি তাজা বোমা। সোমবার ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, এদিন লালখানদিয়ার মধ্যপাড়ায় একটি বাগান থেকে প্লাস্টিকের জারভর্তি বোমা মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বম্ব স্কোয়াড। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। রঘুনাথগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, কে বা কারা সেই বোমা সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।