নাগাল্যান্ড বিধানসভায় ইউসিসি পাস হলে বিধায়কদের আবাস পোড়ানোর হুমকি, গ্রেফতার পাঁচ

ডিমাপুর (অসম), ১৬ জুলাই (হি.স.) : অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড সংক্ষেপে ইউসিসি) যদি নাগাল্যান্ড বিধানসভায় পাস হয়, তা-হলে রাজ্যের যে ৬০ বিধায়ক আছেন তাঁদের সরকারি আবাস পোড়ানোর হুমকি দিয়েছিল স্বঘোষিত একটি সংগঠন। এ ধরনের হুমকি প্রদানের অভিযোগে ডিমাপুরে সংশ্লিষ্ট সংগঠনের শীর্ষ পাঁচ পদাধিকারিকে পুলিশ গ্রেফতার করেছে।

ডিমাপুরে নাগাল্যান্ড পুলিশের জনৈক শীর্ষ আধিকারিক এ খবর দিয়ে জানান, ডিমাপুর পূর্ব থানায় দায়েরকৃত মামলার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, গত ৩০ জুন স্বঘোষিত ‘নাগাল্যান্ড ট্রান্সপারেন্সি, পাবলিক রাইটস্ অ্যাডভোকেসি অ্যান্ড ডাইরেক্ট অ্যাকশন অর্গানাইজেশন’ (এনটিপিআরএডিও) নামের ‘আনরেজিস্টার্ড’ এক সংগঠন হুমকি সংবলিত এক ফতোয়া জারি করেছিল। ফতোয়ায় বলা হয়েছে, ১৪-তম নাগাল্যান্ড অ্যাসেমব্লিতে ইউনিফর্ম সিভিল কোড-এর সমর্থনে বিল পাস করলে য়ে ৬০ জন বিধায়ক আছেন তাঁদের সমস্যায় পড়তে হবে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে তাঁদের সরকারি আবাস।
এই হুমকিবার্তা সংগঠনের পক্ষ থেকে প্রায় সব বিধায়কের কাছে পাঠানো হয়েছিল। তার পর রাজ্যের বিভিন্ন থানায় ঘটনার পরিপ্রেক্ষিতে অপরাধমূলক ভীতি প্রদর্শন (ক্রিমিন্যাল ইন্টিমিডেশন), বিধায়কদের বিরুদ্ধে অপরাধ করার ষড়যন্ত্র (কন্সপিরেসি টু কমিট ক্রাইমস অ্যাগেনস্ট লেজিসলেচারস), সরকারি সম্পত্তি ধ্বংস করা এবং শান্তি ভঙ্গের হুমকি সংবলিত বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে পুলিশ।

ওই মামলার ভিত্তিতে সংগঠনটির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ অনুসন্ধান শুরু করে। তদন্ত অভিযানের পর ডিমাপুর পুলিশ মামলার সাথে জড়িত অভিযোগে সংগঠনের সভাপতি মাইকেল তুঙ্গো, সাধারণ সম্পাদক (পাবলিক পলিসি) ইকাতো ঝিমোমি, সাধারণ সম্পাদক অ্যালবার্ট কিরে, প্রধান উপদেষ্টা হাইথুং টি লোথা এবং রাজ্য কার্যনির্বাহী সদস্য তেমজেন মার আও সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *