আইজল, ১৬ জুলাই (হি. স.) : মিজোরামে ২৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার পুলিশ সূত্রে খবর, আবগারি ও মাদকদ্রব্য দফতর অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেছে। বাজেয়াপ্ত হেরোইনের পরিমাণ ৫ কেজির বেশি বলে জানা গেছে।
চৈচল এলাকায় একটি বোলেরো ও একটি গ্র্যান্ড ভিটারা গাড়ি থেকে হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। ৪৩৬টি সাবানের বাক্সে ভরে হেরোইন সরবরাহ করা হচ্ছিল। ত্রিপুরা থেকে চার পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া চার চোরাকারবারির নাম জামির হোসেন, মরম মিয়া, আমির হোসেন ও সুকান্ত কর্মকার। একই সঙ্গে তিন মিজো মাদক পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে। মিয়ানমার থেকে অসমে মাদক সরবরাহ করা হচ্ছিল। পুলিশ তদন্ত শুরু করেছে