লখনউ, ১৩ জুলাই (হি.স.): গ্রেটার নয়ডার গ্যালাক্সি প্লাজা শপিং কমপ্লেক্সে বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে গ্রেটার নয়ডার গৌর সিটি ১-এ অবস্থিত গ্যালাক্সি প্লাজা শপিং কমপ্লেক্সে। শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লাগে শপিংমলে। যদিও হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত করেনি পুলিশ।
মলটির চারতলার জানলা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। সেই সময় বেশ কয়েকজন ভবনটির জানলা থেকে বেরিয়ে ঝুলতে থাকেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, নিচে যাঁরা দাঁড়িয়ে, তাঁরা চিৎকার করে বলছেন, ‘জাম্প’ (লাফ দিন)। এর পরেই দেখা যায় ঝুলন্ত ৩ ব্যক্তি লাফ দিলেন। নিচে পড়ার নিহত বা কতটা আহত তা অবশ্য জানা যায়নি। আগুন লাগার খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় দমকল। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করছেন। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে ওই শপিং কমপ্লেক্সে।
উল্লেখ্য, গত মাসেই দিল্লির একটি কোচিং সেন্টারে আগুন লাগে। সেই সময় দেখা গিয়েছিল কতকটাল একই রকম দৃশ্য। আতঙ্কে পড়ুয়ারা জানলা, কার্নিশ বেয়ে নামতে শুরু করেছিলেন। এর ফলে নিচে পড়ে চার জন পড়ুয়া আহত হন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দমকলের ১১টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। পুলিশ এবং দমকল কর্মীরা অন্য পড়ুয়াদের উদ্ধার করেন।