ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।। মহিলা লিগ ফুটবলের আগামীকালের ম্যাচ স্থগিত রাখা হচ্ছে। ত্রিপুরা পুলিশ টিম আগামীকাল খেলতে পারছেনা বলে জানিয়ে দিয়েছে। মহিলা ফুটবলের লিগ কমিটি আগামীকালের ম্যাচটি স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়েছে। TweetShareShare0 Shares 2023-07-10