নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ ভারত বিকাশ পরিষদ এবং কৈলাশহর ইন্িন্টগেটেড আয়ুস হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় আজ সকাল ১১ টায় কৈলাশহর হীরাছড়া চা বাগানে মেগা স্বাস্থ্য শিবির ও রক্তাল্পতা সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়৷ প্রদীপ প্রজ্বলন করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কৈলাশহর পুরোপরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায় আজকের এই অনুষ্ঠানে কৈলাশহর পুরপরিষদের চেয়ারপারসন ছাড়াও উপস্থিত ছিলেন পুরপরিষদের ভাইস চেয়ারম্যান নিতিশ দে কৈলাসহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত ঊনকোটি জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত কিলিকদার কৈলাশহর বিজেপি মন্ডলের সহ-সভাপতি মতাসির আহামেদ থেকে শুরু করে আরো অনেকে আজকের এই স্বাস্থ্য শিবিরে প্রচুর পরিমাণে জনসাধারণরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে৷
2023-07-09