মনসুনেও প্রীতি ক্রিকেট ম্যাচ অব্যাহত জয়ে ফিরেছে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই।। প্রীতি ক্রিকেটে জয়ে ফিরেছে সাংবাদিক ক্রিকেটারদের টিম জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব। খেলা ছিল প্রগতি প্লে সেন্টার অভিভাবক বৃন্দের সঙ্গে। নরসিংগড়ের এবারটন মাঠে। মনসুন সত্ত্বেও বিনোদনের টানে বিশেষ করে সাংবাদিক বিনোদন ক্লাব চেষ্টা করে যাচ্ছে নিয়মিত প্রীতি ক্রিকেট ম্যাচটাকে চালিয়ে নিতে। তারই ফলস্বরূপ আজ, রবিবার বৃষ্টিচ্ছায় অঞ্চল হিসেবে বেছে নেওয়া নরসিংগড়ের এবারটন মাঠে বিনোদনমূলক দারুণ একটা দুপুর উপভোগ্যকর হয়েছে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব এতে চার উইকেটের ব্যবধানে জয়ী হয়েছে। তবে টি-টোয়েন্টি আদলে ম্যাচ শুরু করে ১৬ ওভারে কমিয়ে এনে ম্যাচের শেষ সময় পর্যন্ত টানটান উত্তেজনা উপভোগ করেছেন দু দলের খেলোয়াররা।‌ শুরুতে টস জিতে পিপিসি অভিভাবক বৃন্দ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ১৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে অধিনায়ক সুমন ভট্টাচার্যের ১৫ রান এবং অভিজিৎ সরকারের ১৫ রানের পাশাপাশি সৌমেন কর-এর অপরাজিত ১১ রান উল্লেখ করার মতো। জেআরসি-র অধিনায়ক অভিষেক দে ২১ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে স্বল্পরানে আটকে থামিয়ে দিতে অনেকটা কার্যকরী ভূমিকা নিয়েছে। এছাড়া, বিশ্বজিৎ দেবনাথ ও অরুপ বর্মন দুটি করে এবং অনির্বাণ দেব একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব সীমিত ওভার ফুরিয়ে যাওয়ার নয় বল বাকি থাকতে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে বাপন দাসের ২০ রান মনোজিৎ দাসের  অপরাজিতা ১৯ রান, দিব্যেন্দু দে-র ১৮ রান উল্লেখযোগ্য। তবে জেআরসি-র জয়ের পেছনে মেঘধন দেব, সুব্রত দেবনাথ, মিল্টন ধর, তাপস দেব-এর ভূমিকাও অনস্বীকার্য। দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে ম্যান অফ দ্যা ম্যাচের স্বীকৃতি পেয়েছে জেআরসি-র অধিনায়ক অভিষেক দে। খেলার শুরুতে উপস্থিত জেআরসি-র প্রেসিডেন্ট সুপ্রভাত দেবনাথ এবং পিপিসি-র কোচ নয়ন দেববর্মা দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। শেষে দুদলের অধিনায়ক অভিষেক দে ও সুমন ভট্টাচার্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এ ধরনের প্রীতি ম্যাচ জারি থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *