BRAKING NEWS

ফুলো জানো-জম্পুইজলার ম্যাচ দিয়ে আজ থেকে মহিলা লীগ ফুটবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই।।  ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত মহিলা লিগ ফুটবল আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় এডি নগরস্থিত পুলিশ গ্রাউন্ডে ফুলো জানো ক্লাব ও জম্পুইজলা  প্লে সেন্টারের ম্যাচ দিয়ে শুরু হবে মহিলা লিগ ফুটবল টুর্নামেন্ট।  প্রাক্তন ফুটবলার রুমিতা দেববর্মা ফুটবলে কিক করে লীগের সূচনা করবে। উল্লেখ্য মহিলা লিগ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর চারটি দল হলো: ত্রিপুরা স্পোর্টস স্কুল, চলমান সংঘ, কিল্লা মর্নিং ক্লাব, ইকফাই ফুটবল ক্লাব ও ত্রিপুরা পুলিশ। আগামীকাল উদ্বোধনী ম্যাচের পর থেকে ক্রমান্বয়ে ২৬ জুলাই পর্যন্ত একনাগারে প্রতিদিন বিকেলে মহিলা লিগ ফুটবলের পরবর্তী ২০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে মহিলা লীগ কমিটির সেক্রেটারি পার্থসারথি গুপ্ত ক্রীড়া সূচি ঘোষণা করে বিস্তারিত উল্লেখ করেছেন। বলা বাহুল্য, আগামীকাল মহিলা লিগ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিদিন প্রতিটি ম্যাচ উপভোগ করার জন্য ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন মহিলা লীগ কমিটির সেক্রেটারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *