হাইলাকান্দি (অসম), ৫ জুলাই (হি.স.) : হাইলাকান্দি জেলার অন্তর্গত মনাছড়ায় অবস্থিত জওহর নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন পোর্টাল চালু হয়েছে।
পোর্টালের লিংক www.navodaya.gov.in। আগামী ১০ আগস্ট পর্যন্ত এই লিংক খোলা থাকবে বলে মনাছড়ার জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।